জেলা ব্রেকিং নিউজ

মনোনয়ন ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র ক্যানিং

বুধবার মনোনয়ন জমা দেওয়ার দিন সকাল থেকেই রণক্ষেত্র ক্যানিং। ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে চলে পথ অবরোধ। আর এই ঘটনা ঘিরেই উত্তপ্ত ক্যানিং। তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি।

এদিন তৃণমূলের পথ অবরোধে বন্ধ হল দোকানপাট ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ, ব়্যাফ। বাঁশ ও উইকেট দিয়ে পেটানোর পাশাপাশি চলে বোমাবাজি ও গুলি। গুলিতে গুরুতর জখম হন সুনীত হালদার নামে এক তৃণমূল কর্মী। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে।

অন্যদিকে বুধবার সকাল না হতেই মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র চেহারা নেয় ভাঙড়। মঙ্গলবার ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার ফের আইএসএফ–তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। লাঠি বাঁশ ইট নিয়ে বুধবার সকাল থেকেই পথে নেমে পড়েছেন আইএসএফ–তৃণমূল দুদলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে পুলিশ। মনোনয়নের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি চলে। ভোর হতেই শুরু হয় বোমাবাজি।

১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থীরা। তাঁদের দাবি, আইএসএফ বাধা দিলে যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য তৈরি হয়েই আসতে হয়েছে তাঁদের। এদিনও বিডিও অফিস চত্বরে কার্যত রণক্ষেত্র। জখম হয় উভয় পক্ষেরই বেশ কয়েক জন কর্মী সমর্থক। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।