লিড নিউজ

‘বিপর্যয়’ এ জারি লাল সতর্কতা

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, বাড়ছে আতঙ্ক। বুধবার সকালে গুজরাটের দ্বারকার গোমতীঘাটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে সমুদ্র উত্তাল হতে দেখা যায়, বইতে থাকে প্রবল বেগে হাওয়া।

এদিকে, বুধবার সকালে আরও একবার ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ উত্তর-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগরে, পোরবন্দর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং জাখাউ বন্দরের ৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ১৫ জুন সন্ধ্যার মধ্যে জাখাউ বন্দরের কাছে সৌরাষ্ট্র ও কচ্ছ অতিক্রম করবে।

ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী সমস্ত এলাকাতে সর্তকবার্তা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে পাকিস্তানের করাচিতে। আই এম ডির প্রাপ্ত তথ্য মারফত শোনা যাচ্ছে, এই ঘূর্ণিঝড় আরব সাগর থেকে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে। আগামী ১৫ জুনের মধ্যে এটি পাকিস্তানসহ গুজরাটের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। ফলে গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের করাচি প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে।

সাইক্লোন ম্যান’মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘ঝড়ের সময়ে সকলকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে৷১৪ জুন অরেঞ্জ অ্যালার্ট ও ১৫ জুন রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ সেই সময়ে হাওয়ার গতি থাকবে ১৫০ কিলোমিটারের কাছাকাছি, সঙ্গে বৃষ্টিও চলবে৷’