দেশ ব্রেকিং নিউজ

ফের উত্তপ্ত মণিপুর, মৃত ৯

ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। কাংপোকপি জেলার খামেনলোক গ্রামে চলল গুলি। গুলিতে অন্তত ৯জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদিকে এই ঘটনার পর থেকে খামেনলোক গ্রামের ৫ জন নিখোঁজ। বুধবার সকাল থেকেই সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এদিন কারা গুলি চালিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, মণিপুরে নতুন করে অশান্তি শুরুর পরেই ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউর সময়সীমা কমিয়ে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে।

প্রসঙ্গত,প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের। কিছুদিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য,গত প্রায় একমাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বহু বাসিন্দা। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। গত ২ জুন মণিপুরের অশান্তিতে মদতের অভিযোগে সরিয়ে দেওয়া হয় মণিপুর পুলিশের ডিজিকে। মণিপুর পুলিশের ডিজি ছিলেন পি ডাইঙ্গেল। তাঁর জায়গায় দিল্লি থেকে পাঠানো হল রাজীব সিংহকে।