ব্রেকিং নিউজ রাজ্য

জেলায় জেলায় চূড়ান্ত প্রস্তুতি, তৃণমূলের শহীদ দিবসে শহরে আঁটোসাঁটো নিরাপত্তা কলকাতা পুলিশের

রাত পেরোলেই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। ইতিমধ্যেই নানা জেলায় প্রস্তুতি সভা শুরু হয়ে গিয়েছে। এবার গোটা মঞ্চ এবং এলাকা জুড়ে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সেই কারণে ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

সেইসঙ্গে এবারে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে বলেই জানা গিয়েছে। শুক্রবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার মোট ২১ ঘণ্টা কলকাতায় যান নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার ভোর ৪টে থেকে রাত ১টা পর্যন্ত বন্ধ থাকবে একাধিক রাস্তা। একাধিক জায়গায় রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। কোনও কোনও রুটে আবার একমুখী যান চলাচল করবে। ট্রাম দাঁড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ওইদিন ভোর ৩টে থেকে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে ধর্মতলা চত্বর জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। এদিন শহর কলকাতায় পাঁচ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে। গোটা এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের স্পেশাল সিপি হরিকিশোর কুসুমাকার।

শহরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৯ জন জয়েন্ট সিপি পদমর্যাদা এবং ও ২৩ জন ডিসি পদমর্যাদার অফিসার। শহরজুড়ে থাকছে ৩২টি হেল্প ডেস্ক। ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে একাধিক ওয়াচ টাওয়ারে। তিন জায়গায় রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম। মোট ৪৪টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। আর সিনিয়র অফিসাররা অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন। বিভিন্ন পয়েন্টে থাকবে মেডিক্যাল ক্যাম্প। কলকাতা পুলিশের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হবে গোটা ধর্মতলা চত্বর।