লোকসভা ভোটে অশান্তি এড়াতে আরও কড়া নির্বাচন কমিশন। এবার বাংলা-সহ ৫ রাজ্যে স্পেশাল পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে নিয়োগ করল কমিশন। এছাড়াও বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিন্হাকে।
রাজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। এছাড়া পাঁচটি রাজ্যে আয়-ব্যয় সংক্রান্ত নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিল কমিশন।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও যে পাঁচটি রাজ্যে বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, সেগুলি হল, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা।