ব্রেকিং নিউজ রাজ্য

‘সব অভিযোগ মিথ্যে!’- এই প্রথম মুখ খুললেন শাহজাহান

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এখনো পর্যন্ত কিছুই বলেননি সন্দেশখালির বেতাজবাদসা। এবার ধীরে ধীরে মুখ খুলছেন শেখ শাহজাহান। বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য সন্দেশখালির‘বেতাজ বাদশাকে’ ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি। সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহজাহান বলেন,‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বুঝতেই পারছি কারা এই ষড়যন্ত্র করেছে?’এদিনে শেখ শাহজাহানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘জেলিয়াখালির শরিফুল মোল্লাকে চিনতেন? কেনো শরিফুলের অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন?” এরপর শাহজাহান বলেন,’সব মিথ্যা।’

ইডির দাবি, চিংড়ির ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। জানা গিয়েছে, চিংড়ি মাছের রফতানির কাজ করা দুটি সংস্থার মাধ্যমে শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল। ইতিমধ্যেই সেই টাকা লেনদেনের নথিও সংগ্রহ করেছে ইডি। ভুয়ো ভেড়ির মালিকদের কাছ থেকে মাছ কেনার নামে চলত কালো টাকা সাদা করার কাজ। এসকে সাবিনা নামে একটি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হত। তারা ভুয়ো ভেড়ি মালিকদের কাছ থেকে মাছ কিনত। পাশাপাশি আদিবাসীদের জমি দখলদারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ডও ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। শাগরেদদের সামনে রেখে চলত সেই দখলদারিও। আর সেই কাজ করত শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।