আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Landslide : কঙ্গোয় প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, মৃত ১৭

প্রকৃতি রোজ রুক্ষ থেকে রুক্ষতর হচ্ছে। মরক্কোয় ভূমিকম্প, লিবিয়ায় বন্যার পর এবার প্রকৃতির গ্রাসে আফ্রিকার কঙ্গো। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। জানা গেছে, পাহাড়ি ধসের কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ স্থানীয় প্রশাসনের।

আফ্রিকার বিখ্যাত কঙ্গো নদীর পাশে মোঙ্গলা প্রদেশের পাহাড়ি শহর লিসাইয়ে গত কয়েকদিনে সেখানে লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে সৃষ্টি হয়েছে এই ধস পরিস্থিতি। পাহাড় থেকে বড় পাথরের চাঁই গড়িয়ে এসে পড়ে সেখানকার বাড়ি ঘরে। বাড়ি ঘরগুলি মূলত পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রবল ক্ষতির মুখে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ি ঘর পরিণত হয় ধ্বংস স্তূপের। জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে খবর। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই অঞ্চলে।

বৃষ্টির মধ্যেই ধ্বংসস্তূপ থেকে দেহ শনাক্তকরণ ও উদ্ধারের কাজে হাত লাগিয়েছে সেদেশের বিপর্যয় মোকাবিলা দল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওই অঞ্চলের রাজ্যপাল। অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ধসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি এও বলেছেন যে এরকম বিপর্যয়ের মধ্যে উদ্ধারকার্য চালাতে আরও আধুনিক মানের অস্ত্র প্রয়োজন। তবে তিনি আশ্বাস দিয়েছেন দুর্ঘটনাগ্রস্থদের বাঁচানোর সব রকম চেষ্টা করা হবে। বেশ কিছুদিন আগে কঙ্গোর একটি সোনার খনিতে ধসের ঘটনা সামনে আসে। তারপর ফের এরকম ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় কঙ্গো বাসীর।