জেলা ব্রেকিং নিউজ

খড়গপুরে রেললাইনে ভয়াবহ ধস, বাঁচল একাধিক ট্রেন

বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি, রাতভর চলেছে তুমুল বৃষ্টিপাত। এর জেরে হাওড়া-খড়গপুর শাখায় রেললাইনে নামল ধস। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। আর ধসের জেরে দুর্ঘটনার হাত থেকে বাঁচল মালগাড়ি সহ একাধিক ট্রেন। রেল সূত্রে জানা যাচ্ছে, খড়গপুর স্টেশনে ঢোকার কিছুটা আগেই রেললাইনে ভয়াবহ ধস নেমেছে। লাইনের তলার মাটি ধুয়ে গিয়েছে, পাশাপাশি একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পাঁচটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ধসের জেরে। মাত্র একটি লাইনে আপ ও ডাউনে কোনও রকমে ট্রেন চলাচল করছে। ফলে অত্যন্ত ধীরগতিতে চলছে ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।

 

রেল সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে খড়গপুর শহরের হাতিগোলা ব্রিজের কাছে ধস নেমে বসে গিয়েছে রেললাইন। ওই লাইনে চলাচল করে একাধিক মালগাড়ি ও দূরপাল্লার ট্রেন। যদিও সকালের এই ঘটনার সময় ওই রেললাইনে ট্রেন না থাকায় স্বস্তি পেয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। কারণ, শুধু ধস নয়, উপড়ে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। যা সারাতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ এখনও চলছে নাগাড়ে বৃষ্টি। খবর পেয়েই রেলের আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। পাঁচটি ট্র্যাক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

অপরদিকে খড়গপুর শহরও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। খড়গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আনন্দনগরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। আবার ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তার ওপরেই বইছে জল। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসী।