উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনার পেরিয়ে গিয়েছে নয়দিন। এখনও পর্যন্ত জারি উদ্ধার কাজ। ঘটনার নয়দিন পেরিয়ে গেলেও ৪০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। এহেন পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে সবরকম ভাবে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সোমবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী। উত্তরকাশীর ওই সুড়ঙ্গের উদ্ধারকাজ সম্পর্কে বিস্তারিত জানতে চান। দ্রুত উদ্ধারকাজ শেষ করতে ও আটকে পড়া শ্রমিকদের নিরাপদভাবে যাতে বের করে আনা হয়, তা নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী মোদী।
এদিকে, ৪০ জন শ্রমিককে উদ্ধার করতে ইতিমধ্যেই পাঁচ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুড়ঙ্গের ছাদ খুঁড়ে ৪০ শ্রমিককে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। রবিবার থেকেই সেই কাজ শুরু হয়েছে। অন্যদিকে আরও উদ্ধারকারী দল যাতে সহজে সুড়ঙ্গের কাছে পৌঁছতে পারে, তার জন্য বর্ডার রোডস অর্গানাইজেশন নতুন রাস্তা বানাচ্ছে। রবিবার দুপুরের মধ্যেই এই রাস্তা তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রধানমন্ত্রীর দফতর ও বিশেষজ্ঞের দল।
উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ৪০ শ্রমিককে উদ্ধার করতে আরও ৪-৫ দিন সময় লেগে যেতে পারে। কিন্তু এতদিন কি সুড়ঙ্গের গভীর অন্ধকারে জীবনযুদ্ধ চালাতে পারবেন ৪১ জন শ্রমিক? আটকে পড়া শ্রমিকদের মানসিক ভারসাম্য বজায় রাখতে কাউন্সেলিং করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে অ্যান্টি-ডিপ্রেশন পিল। ইতিমধ্যেই উত্তরকাশীর সুড়ঙ্গ তৈরি নিয়ে উঠে এসেছে বড়সড় গাফিলতির অভিযোগ।