একদিনের ক্রিকেটে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারত ব্যাট করার সময় মাঠে এক দর্শক ঢুকে পড়েন। তিনি বিরাট কোহলির কাছে পৌঁছে যান। তাঁকে এক প্রো-প্যালেস্টাইন টি শার্ট পরে মাঠে ঢুকতে দেখা যায়।
তিনি বলেন, ”আমার নাম জন। আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমি মাঠে ঢুকেছি, বিরাট কোহলির সঙ্গে দেখা করতে। আমি প্যালেস্টাইনকে সমর্থন করি।” তাঁকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
বিশ্বকাপে বিরাট কোহলির টিম রবিবার জেতেনি। তিনি যে দেশকে সমর্থন করার কথা জানিয়েছেন সেই প্যালেস্টাইনও যুদ্ধবিদ্ধস্ত। তবে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে মাঠে ঢুকে পড়লেন প্যালেস্টাইনকে সমর্থন করার কথা বলা জন? সেটাই ভাবাচ্ছে দর্শকদের।