বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৎস্যজীবীদের ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, অন্তত ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে যে সময় বিশাখাপত্তনমের ওই মৎস্য বন্দরে আগুন লাগে সেসময় বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। নিমেষে গোটা বন্দরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অন্ততপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে যায়। খবর পৌঁছয় দমকলে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকল পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।