ব্রেকিং নিউজ

ফের উদ্বেগ! নতুন করোনা প্রজাতির সন্ধান

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক একেবারে আনকোরা নতুন করোনা প্রজাতির সন্ধান পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ফিরে আসা ইসরায়েলের দুই ব্যক্তির শরীরে মিলেছে নতুন ধরণের কোভিড সংক্রমণ, ওই ভ্যারিয়েন্ট আগে দেখা যায়নি। বিজ্ঞানীরা দাবি করছেন ভাইরাসটি সার্স কোভ BA.1 ও সংক্রামক BA.2 রূপের সংমিশ্রণ।

ইসরায়েলের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আরটি-পিসিআর পরীক্ষা করার পর এই দুই রোগীকে কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এক মধ্য তিরিশের দম্পতির শরীরেই কোভিডের এই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। যাদের শিশু সন্তান কোভিড পজিটিভ ছিল। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, ওই রোগীদের জ্বর, মাথাব্যথা এবং পেশীর ব্যথার মতো উপসর্গ ছিল। এমনকি তাদের বিশেষ চিকিৎসা ও যত্নের প্রয়োজনও ছিল না।

তবে ইসরায়েলের কোভিড বিষয়ক বিভাগীয় প্রধান অধ্যাপক সলমন জারকা জানিয়েছেন, ওই দম্পতির নমুনা পরীক্ষার পরই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল। যা যথেষ্ট চিন্তার বিষয়। যদিও তিনি বলেন যে দুটি ভাইরাস যখন উভয়ই সংকুচিত হয় তখন নতুন ধরণের প্রজাতির জন্ম হয়। এটি একটি সাধারণ ঘটনা । বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি ঘটে যখন একই কোষে দুটি ভাইরাস থাকে এবং যখন তাঁরা সংখ্যাবৃদ্ধি করে। এই সময় নিজেদের মধ্যে জেনেটিক উপাদান বিনিময় করে একটি নতুন ভাইরাস তৈরি করে।

ইসরায়েলে ওমিক্রন সংক্রমণ কমলেও BA.2 প্রজাতির সংক্রমণ হু হু করে বাড়ছে। যা নিয়ে চিন্তায় রয়েছে ইসরায়েল প্রশাসন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ওই দেশের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এরপরই স্বাস্থ্য মন্ত্রক কঠোর কোভিড বিধি চালু করার নির্দেশিকা জারি করে। দ্রুতই ইসরায়েলি নাগরিকদের কোভিড টিকার তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান করেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।