করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ রাজ্য

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম গোটা দেশ

ক্রমাগত বেড়ে চলছে করোনা সংক্রমিতের সংখ্যা। টিকাকরণকে হাতিয়ার করে মনে করা হয়েছিল হয়তো বা রেহাই মিলতে পারে এই মারণ ভাইরাস থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রথম এবং দ্বিতীয় ঢেউ এর পর তৃতীয় ঢেউ সামলে উঠতে হিমশিম খাচ্ছে গোটা দেশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। গোটা দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০। পটিজিভিটি রেট ১০.৬৪ শতাংশ।

গোটা দেশজুড়ে দাপট দেখিয়ে চলেছে এই মারণ ভাইরাস। সঙ্গী হয়েছে তার নতুন প্রজাতি ওমিক্রন। গোটা দেশের মধ্যে মোট পাঁচটি রাজ্যের অবস্থা ভয়াবহ। সংক্রমিতের সংখ্যায় একেবারে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে এ রাজ্যে আক্রান্ত ১৯,২৮৬ জন। এরপরই রয়েছে দিল্লি যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৯,১৬৬ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে একদিনে সংক্রমিতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।

মারণ ভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। করোনায় সংক্রমিত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩ জন। তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার ১৩১ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।