দেশ ব্রেকিং নিউজ

কোভিড ঠেকাতে দাওয়াই কোভ্যাকসিন

বারবার রূপ বদল করে আঘাত হানছে করোনাভাইরাস। একাধিক স্ট্রেন ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়েও প্রধান ভূমিকা পালন করেছে কোনও নির্দিষ্ট স্ট্রেন। এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, আদৌ কি স্ট্রেনগুলিকে রুখতে সক্ষম ভ্যাকসিনগুলি। নির্মাতা সংস্থাগুলি একাধিক দাবি করলেও হাতেনাতে প্রমাণ মিলেছিল গুটিকয়েক ভ্যাকসিনের।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ও আইসিএমআরের যৌথ সমীক্ষায় অবশ্য আশাব্যঞ্জক ফল এসেছে। সমীক্ষার দাবি, করোনা সংক্রমণ ভারতে ছড়িয়ে পড়া ডেল্টা (বি.১.৬১৭.২) ও দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া বিটা (বি.১.৩৫১) স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাকসিন। ২০ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ও ১৭ জন সুস্থ মানুষের ওপর এই পরীক্ষা হয়েছিল। যেখানে কোভ্যাকসিনের ২ ডোজ় উদ্বেগের দুই স্ট্রেনকে রুখে দিতে সক্ষম হয়েছে বলে দাবি।
এই সমীক্ষা প্রকাশিত হয়নি। তবে সমীক্ষায় নাম রয়েছে আইসিএমআর প্রধান বলরাম ভার্গভের। যেখান থেকে সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্তুষ্ট একটা বড় অংশ। উল্লেখ্য, এর আগেও একাধিক সমীক্ষায় অতি সংক্রামক স্ট্রেনের বিরুদ্ধে কোভ্যাকসিনের কার্যকরিতার প্রমাণ মিলেছিল।
হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক অ্যান্টনি ফৌসিও আগে জানিয়েছিলেন, কোভ্যাকসিন বি.৬১৭ স্ট্রেনকে রুখতে পারে। আগে জিনোম সিকোয়েন্স করে আইসিএমআর দাবি করেছিল ডবল মিউট্যান্ট স্ট্রেন তো বটেই, কোভ্যাক্সিন আরও একাধিক স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী।