দেশ লিড নিউজ

COVAXIN: কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিল WHO, কেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO -র নয়া সিদ্ধান্ত! কোভ্যাক্সিন টিকার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল WHO। রাষ্ট্রসংঘে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে WHO। একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করেছে WHO। পাশাপাশি, WHO নির্দেশ দিয়েছে, যে সমস্ত দেশে ভারতের তৈরি এই টিকা পৌঁছে গিয়েছে, সেখানেও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

WHO -র জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি করা কোভ্যাকসিনে (COVAXIN) কিছু ত্রুটি প্রকাশ্যে এসেছে, এরপরই রাষ্ট্রসংঘের এজেন্সিগুলিকে কোভ্যাক্সিনের সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে ওই সংস্থাকে। যদিও ভারত বায়োটেকের ঠিক কী কী ত্রুটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে পড়েছে, তা স্পষ্ট করে ওই নির্দেশিকায় জানানো হয়নি। সে কারণেই আপাতত বেশ কিছু দিন রাষ্ট্রসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে কোভ্যাক্সিন টিকার সরবরাহ বন্ধ রাখতে হবে ওই সংস্থাকে। ইতিমধ্যেই যে সমস্ত দেশে এই টিকা দেওয়া হয়েছে, এবং যারা এই টিকা নিয়েছে, তারা বর্তমানে কী ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়েও কিছু স্পষ্ট করে জানায়নি WHO।

এরপরই কোভ্যাক্সিন টিকা যে নিরাপদ তা নিয়ে কোনও সংশয় নেই, বিবৃতি জারি করে জানিয়েছে ভারত বায়োটেক। জানা গেছে, বিভিন্ন দেশে রপ্তানির জন্যেও এই টিকার উৎপাদন আপাতত বন্ধ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে সমস্যা না মেটানো পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।