দেশ লিড নিউজ

৫০ শতাংশ টিকাকরণের পরই চলবে লোকাল ট্রেন

পুরো আগস্ট মাসই রাজ্যে জারি থাকছে কোভিড বিধিনিষেধ। এই পর্বেও চলছে না লোকাল ট্রেন। সে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩০ আগস্ট পর্যন্ত লোকাল ট্রেন চালু হচ্ছে না। কলকাতার আশপাশের জেলাগুলিতে ৫০ শতাংশের বেশি টিকাকরণ করতে পারলে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে পারব।’ তিনি বলেন, ‘আমাকে অনেকে প্রশ্ন করছেন, লোকাল ট্রেন কি চলবে? আমি জানি, লোকাল চালু না হওয়ায় মানুষের মনে অসন্তোষ রয়েছে। কিন্তু মানুষের জীবনটা তো আগে! আমরা শহরে ৭৫ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছি, কিন্তু গ্রামে তা দেওয়া যায়নি। যদি শহরতলি ও গ্রামাঞ্চলে সবাইকে দিতে না পারি, তাহলে করোনা আবার বাড়বে।’

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এদিন ট্রেন চালুর অনুমতি না দিলেও কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৫ আগস্টের পর থেকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে চালু করা যাবে সুইমিং পুল, থিয়েটার হল, অডিটরিয়াম। মুখ্যমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসবে বলে শোনা যাচ্ছে। তাই শিশুদের সাবধানে রাখতে হবে। বাস, অটো চললেও ট্রেন চালানোর অনুমতি দিতে পারছি না। জানি একটু কষ্ট হবে। কিন্তু গাদাগাদি করে ট্রেনে যাতায়াত করলে বিপদ আরও বেড়ে যাবে।’
এদিন মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রের নামে অভিযোগ করেন, আমরা চাহিদামতো টিকা পাচ্ছি না। দরকার ১৪ কোটি। আমরা সাড়ে তিন-চার লক্ষ টিকা দিচ্ছি রোজ। ১১ লক্ষ টিকা দেওয়ার পরিকাঠামো আমাদের রয়েছে।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা টিকা চাইছি, পাচ্ছি না। অভাবের মধ্যে আমরা রাজ্যে ৩ কোটি ৩২ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। যার মধ্যে ২ কোটি ৩৯ লক্ষ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯২ লক্ষ মানুষ। শহর এলাকায় ৭৫ শতাংশ টিকা দিতে পেরেছি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দ্রুত ৫০ শতাংশের বেশি টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা না হওয়া পর্যন্ত লোকাল চালানো সম্ভব নয়।