আন্তর্জাতিক

বিশ্বের ১০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি ১০ জনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত। অর্থাৎ বিশ্বের ১০ শতাংশ মানুষ এই ভাইরাসের কবলে পড়ে গিয়েছেন। আর এদের অধিকাংশই উপসর্গহীন। সুতরাং, এই আক্রান্তের সংখ্যাটা আরও অনেকগুণ বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার‌ ৩৪ সদস্যের এগজিকিউটিভ বোর্ডের স্পেশ্যাল সেশনে ডক্টর মাইকেল রায়ান কোভিড–১৯ নিয়ে জানান, শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীর মধ্যে করোনার পরিসংখ্যানে পার্থক্য রয়েছে। তবে শেষ পর্যন্ত এর অর্থ বিশ্বের বেশিরভাগ অংশই ঝুঁকিতে রয়েছে। জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে জরুরি বিভাগের কর্তা মাইক রায়ান জানান, এই মুহূর্তে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাটা ৮০ কোটি পর্যন্ত হতে পারে। তাঁর দাবি, এই মুহূর্তে বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষই এই ভাইরাসের কবলে পড়ে থাকতে পারেন। যার অর্থ হল, বিশ্বের একটা বড় অংশের মানুষ এখনও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন। আমাদের বুঝতে হবে, এই মহামারী আরও ভয়াবহ হতে পারে।
মাইকেল রায়ান জানান, দক্ষিণ–পূর্ব এশিয়ায় করোনা আক্রান্ত বেড়েছে। ইউরোপেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। তুলনায় আফ্রিকা এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলের অবস্থা কিছুটা ইতিবাচক। মোট আক্রান্তের বড় অংশজুড়ে রয়েছে আমেরিকা, ভারত ও ব্রাজিল। রাশিয়া ও কলম্বিয়া, স্পেন, পেরু, আর্জেন্তিনা, মেক্সিকোর মতো দেশগুলিতেও সংক্রমত দ্রুত বাড়ছে। আমেরিকায় এই মুহূর্তে আক্রান্ত ৭৬ লক্ষ ৬২ হাজার ৭৪৩ জন। ভারতে ৬৬ লক্ষ ৮১ হাজার ৯৫৩ জন। ব্রাজিলে ৪৯ লক্ষ ১৮ হাজার ২২ জন। রাশিয়ায় ১২ লক্ষ ২৫ হাজার ৮৮৯ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, ‘‌স্বীকার করছি যে, বিশ্বের সব দেশে এই ভাইরাস থাবা বসিয়েছে। কিন্তু মোট আক্রান্তের ৭০ শতাংশই এসেছে মাত্র ১০টা দেশ থেকে। মাত্র ৩টে দেশই অর্ধেক মৃত্যুর জন্য দায়ী।’‌