দেশ ব্রেকিং নিউজ

দেশে প্রথম করোনা টেস্টিং বাস

দেশজুড়ে আরও ১৪ দিনের লকডাউনের মেয়াদ বেড়েছে। যা ঘোষণা হয়েছে শুক্রবার। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১৮। এই পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৩৬। এবার তা কমব্যাট করতে নামানো হল করোনা টেস্টিং বাস। যা দেশে এই প্রথম।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাত এবং দিল্লির। এই তিনটি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। করোনা মোকাবিলায় এবার অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। বাণিজ্যনগরী মুম্বইয়ের পথে নামল মোবাইল করোনা টেস্টিং বাস। ওই নয়া বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে–সহ আরও অনেকে।
ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এই বিশেষ বাসটি যাত্রা শুরু করে। গোটা বাসটির ভেতরে একটি অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব আছে। যেখানে রয়েছে পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এক্স–রে মেশিনও রয়েছে। দেশের মধ্যে মুম্বইতে প্রথম মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু হল। মহারাষ্ট্রের পর দেশের অন্যান্য শহরেও দেখা মিলবে এই বিশেষ বাস। মোবাইল করোনা টেস্টিং ল্যাব মূলত ঘনজনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকায় ঘুরে ঘুরে মানুষের করোনা টেস্ট করতে পারবে।