ব্রেকিং নিউজ রাজ্য

বরাহনগরে তৃণমূলের বাজী ‘অভিমানী’ সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন

বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এবার দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। বরাহনগর কেন্দ্রে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের বাজি ‘অভিমানী’ অভিনেত্রী সায়ন্তিকা। কয়েকদিন আগে তৃণমূলের ব্রিগেডের সভা থেকে লোকসভা নির্বাচনে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম না থাকায় ব্রিগেডের সভা শেষ হওয়ার আগেই মঞ্চ ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

অপরদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী করল রেয়াত হোসেন সরকারকে। সম্প্রতি, ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি প্রয়াত হয়েছেন। সেই কারণে সেখানে উপ-নির্বাচন হবে। আর বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে উপ-নির্বাচন হচ্ছে বরানগরে।