দিল্লির আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার সমন এড়ানোর পর ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। পাশাপাশি কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা নিয়েও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জেনেভা।
দিল্লিকে সতর্ক করে উদ্ভুত এই পরিস্থিতিকে ‘রাজনৈতিক অস্থিরতা’ বলে দাবি করেছে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক ওই সংস্থার মহাসচিব স্টিফেন দুজারিক কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, ‘আমরা আশা করব ভারতে প্রত্যেকের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেক নাগরিক যেন ভোট দিতে পারেন অবাধ এবং সুষ্ঠু ভাবে।’ শুধু কেজরিওয়ালের গ্রেফতারি নয়, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়েও সমালোচনা করেছেন তিনি।
এর আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিল জার্মানি ও আমেরিকা। জার্মানির তরফে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করে বলা হয়েছিল, তারা আশা করে ‘বিচার বিভাগের স্বাধীনতা’ এবং ‘মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ’ দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযুক্ত হবে। যদিও এই মন্তব্যের জেরে ভারতের জার্মান দূতাবাসের উচ্চপদস্থ কূটনীতিক জর্জ এনজ়ওয়েলারকে তলব করেছিল বিদেশ মন্ত্রক।