রান্নার গ্যাসের ভর্তুকি জারি রাখার জন্য এলপিজি গ্রাহকদের চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য যাচাই করতে হবে। তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র।
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের ইতিমধ্যেই চিঠি দিয়ে রান্নার গ্যাসে গ্রাহকদের আধার তথ্য যাচাই সম্পূর্ণ করার কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থাগুলিকে আগামী ৩১ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, এখনও পর্যন্ত ৮০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই সম্ভব হয়েছে। অর্থাৎ আর মাত্র দুদিনের মধ্যে বাকি ২০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই করতে হবে। যা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
যদিও ওই সময়সীমার মধ্যে আধার তথ্য যাচাই না করা হলে কী পদক্ষেপ হবে, তা এখনও স্পষ্ট নয়।