ব্রেকিং নিউজ রাজ্য

মার্চের শুরুতেই বাড়ছে শহরের তাপমাত্রা

শীতের রেশ কাটিয়ে বেশ তরতর করে বাড়ছে শহরের তাপমাত্রা। দুপুরের রোদে ইতিমধ্যেই ঘাম ছুটতে শুরু করেছে বাঙালির। মার্চের শুরুতেই পারদ চড়েছে ৩২°তে।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়ে। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে তাপমাত্রা। রৌদ্রজ্বলই থাকবে শহর কলকাতার আকাশ। তবে কিছু কিছু এলাকা আংশিক মেঘলা থাকবে। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বৃহস্পতিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২° সেলসিয়াস এবং ২১° সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংএ। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলা গুলিতে বাড়বে তাপমাত্রা।

শুক্রবার, সকালে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা। রৌদ্রজ্জ্বল থাকবে সবকটিই জেলা। শুক্রবার খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। শুক্রবারও শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।