ব্রেকিং নিউজ রাজ্য

এবার তীব্র গরম থেকে স্বস্তি, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

অনেক প্রতীক্ষার পর মিলল স্বস্তি। গরম থেকে স্বস্তি দিতে বৃষ্টি আসছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারই বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সোমবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই সময়ে ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও। আবহাওয়া পরিবর্তিত হতেই তাপমাত্রার পারদও নেমেছে মহানগরীতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

গত কয়েক দিন ধরেই প্রবল গরমে হাঁসফাঁস হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল। কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এই অসহনীয় গরম থেকে রেহাই পেতে আপাতত বৃষ্টির অপেক্ষায় ছিল বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।