বদলে গেল সিদ্ধান্ত। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠল রাজ্য সরকার। এ বছর কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া হবে না। গত কয়েকবছর এই রাজ্যে যেভাবে কলেজে ভর্তি হত, এবছরও ঠিক সেই ভাবেই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
একমাস আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, ২০২২ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালানো হবে। শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবে মুখ্যমন্ত্রী অনুমোদনও দিয়েছিলেন। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি পদ্ধতিতে পড়ুয়ারা বাড়ি বসেই যে কোনও কলেজে ফর্ম নিতে বা জমা দিতে পারবেন।
মঙ্গলবার সবকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার রাজ্যের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের এই বৈঠকের শেষে তিনি জানান, এখনও প্রস্তুতি শেষ হয়নি। তাই সিদ্ধান্ত বদল করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, উপাচার্যরা বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এত কম সময়ে নির্ভুলভাবে কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি সম্ভব হবে না।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘উপাচার্যদের দাবি, করোনার পর গোটা প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রায় ৫-৬ মাস সময় লাগবে। গোটা পদ্ধতি সম্পূর্ণ নির্ভুল না হলে উচ্চ শিক্ষা দফতরের ওপর দায় এসে পড়বে। তাই এই বছরের জন্য কেন্দ্রীয় পদ্ধতি স্থগিত করা হল। ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।‘