ব্রেকিং নিউজ রাজ্য

Administrative Meeting: আজ পূর্ব ও পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

সোমবার থেকে তিন দিনের সফরে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরের তৃতীয় দিনে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দূর্গাপুরের সিটি সেন্টারের শ্রীজনি প্রেক্ষাগৃহে রয়েছে এই বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সংগঠন খতিয়ে দেখতেই জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ঘিরে প্রস্তুতি তুঙ্গে। করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত।

অন্যদিকে মেঘালয়ে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে। উদ্বোধনে থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন, প্রয়োজনে প্রতি মাসে যাবেন মেঘালয়। এবার সেই কথা রেখেই ১ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধনে হাজির থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও সহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য, তেইশে উত্তর-পূর্বের দুই রাজ্যে ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ত্রিপুরা এবং মেঘালয় এই দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। ত্রিপুরার মতোই মেঘালয় পাখির চোখ তাদের। সেই কারণেই ওই এলাকায় সংগঠন মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির।