ব্রেকিং নিউজ রাজ্য

Siliguri Mahakuma Parishad Election: শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূল ঝড়

শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল পেল চলেছে তৃণমূল। পাঁচটি আসন জিতে তৃণমূল পাহাড় এক নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল এইদিন। তবে পাহাড়ে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্তিক মোর্চই জিটিএ এর ক্ষমতা দখল করল। ৪৫ আসনের জিটিএ নির্বাচনে বিজিপিএম পেয়েছে ২৬ টি আসন। সমতলে এখনও গণনা চলছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। ফাঁসিদেওয়া এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে জয়ের উচ্ছ্বাস মেতেছে তৃণমূল। এখনও পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের ঘোষিত ফলাফল হল তৃণমূল পেয়েছে ৪৬২ টি আসনের মধ্যে ১২১ টি, বিজেপি পেয়েছে ৩৮ টি আসন, লেফ্ট ফ্রন্ট পেয়েছে ০৫ টি আসন, কংগ্রেস পেয়েছে  ০৬ টি আসন, নির্দল প্রার্থী দখল করেছে ০৪ টি আসন।

এছাড়া, ৮ টি আসন দখল করেছে দার্জিলিং পুরসভা ভোটে জয়ী হয়ে সাড়া ফেলে দেওয়া হামরো পার্টি। ৫ টিতে জয়ী নির্দল প্রার্থীরা। এর মধ্যে ৪টিই বিজিপিএম সমর্থিত।

তবে জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। এই দলগুলি ভোটে লড়েনি। অন্যদিকে ৪৫ আসনের সবকটিতে প্রার্থী দিয়েছিল, হামরো পার্টি। প্রাক্তন জিটিএ প্রধান অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা ৩৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তৃণমূল লডেছিল ১০ টি, সিপিএম ১১ টি, কংগ্রেস ৫ টি আসনে।

এ দিন ফলপ্রকাশে দেখা গেল জিটিএ এককভাবে দখল করেছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বিশাল সাফল্যের পর অনীত থাপা বলেছেন, ‘এই জয় পাহাড়ের জয়। এই জয় জনতার জয়। এই জয় ভারতীয় গোর্খা ডেমোক্রেটিক ফ্রন্টের ভবিষ্যত্‍ গড়ার দায়িত্ব জনগণের সেবকদের দেওয়া হয়েছে।’