খেলাধুলা ব্রেকিং নিউজ

আজ শুরু গোলাপি বলের টেস্ট

বেঙ্গালুরুতে আজ থেকে শুরু গোলাপি বলের টেস্ট। সবদিক থেকে ঠিকঠাক মনে হলেও দলে চোটের সমস্যা রয়েছে। এই সব সমস্যা সরিয়ে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি।

এর আগে মোহালি টেস্টে বড় ব্যবধানে জিতেছে ভারত। ইডেন, অ্যাডিলেড এবং মোতেরাতে তিনটে টেস্ট খেলেছে। শনিবার গার্ডেন সিটিতে চতুর্থ টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। মোহালিতে তিন দিনেই ম্যাচ শেষ করে দিয়েছিল রোহিতরা। আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে নামার আগে শ্রীলঙ্কাকে নিয়ে সাবধানী দ্রাবিড়। ধারে ভারে ভারত অনেক এগিয়ে থাকলেও শনিবার পরিবেশ অনেকটাই আলাদা। দিন রাতের গোলাপি বলের টেস্ট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই দুই দলেরই। তাই মোহালিতে প্র্যাকটিস চলাকালীন গোলাপি বলেই অনুশীলন করে বিরাটরা।

গোলাপি বলের টেস্ট নিয়ে বুমরা বলেন, ‘আমাদের পরিস্থিতির সঙ্গে সব সময় মানিয়ে নিতে হয়। গোলাপি বলের টেস্টে ফিল্ডিং করার সময় একটু অসুবিধা হয়। বল আন্দাজের তুলনায় একটু আগে চলে আসে। প্রথম সেশনে বল সুইং করে। বিকেলে করে না। আবার সন্ধেয় সুইং করে। তাই আলাদা প্রস্তুতির প্রয়োজন।’ খুব বেশি দিনরাতের টেস্ট না খেলা ভারতীয় শিবিরে চিন্তার কারণ। এই প্রসঙ্গে বুমরা বলেন, ‘আমরা বেশি দিনরাতের টেস্ট খেলিনি। যে কটা খেলেছি সবই আলাদা কন্ডিশনে। তাই প্যারামিটার সেট করা যায় না। গোলাপি বলে ফিল্ডিং, বোলিং, ব্যাটিংয়ে আমরা অভ্যস্ত নই। আমরা এই ফরম্যাটে এখনও নতুন। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’