দেশ

ভারতে তৈরি হবে প্রথম ‘ইলেকট্রিক হাইওয়ে’, জানুন ব্যাপারটা কী?

কেন্দ্রীয় সরকার ভারতের রাজধানী দিল্লি এবং রাজস্থানের রাজধানী জয়পুরের মধ্যে একটি নতুন পরিবহন ব্যবস্থা চালু করতে চায়। যার নাম ‘বৈদ্যুতিক মহাসড়ক’ (electric highway)। এই বিশেষ সড়ক তৈরির ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি শুক্রবার জানিয়েছিলেন, এই বৈদ্যুতিক মহাসড়ক নির্মাণের জন্য সরকার ইতিমধ্যে কয়েকটি বিদেশী সংস্থার সঙ্গে আলোচনা করছে। তাঁর স্বপ্ন, এই দুটি শহরের মধ্যে বৈদ্যুতিক মহাসড়ক নির্মাণের আলোচনা যদি যথাযথ হয়, তবে নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হতে পারে ৷ অপরদিকে দিল্লি ও মুম্বইয়ের মধ্যেও এই জাতীয় বিশেষ হাইওয়ে নির্মানের কথা ভাবা হবে। সূত্রের খবর, এক সুইডিস সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

ইলেকট্রিক হাইওয়ে’ কী?

যানবাহন চালানোর জন্য বর্তমানে বিকল্প শক্তি ব্যবহারের দিকেই জোর দেওয়া হচ্ছে। যানবাহন চালানোর জন্য গোটা বিশ্বই এখন প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে বিকল্প উৎসের দিকে সরে আসছে। বর্তমানে বহু দেশেই বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও বিক্রি বেড়েছে। যদি এই ইলেকট্রিক হাইওয়ে তৈরি করা সম্ভব হয়, তখন ওই মহাসড়ক ধরে চলবে শুধুই বৈদ্যুতিক গাড়ি। তবে শুধু ছোট গাড়ি নয়, বড় বড় ট্রাক থেকে শুরু করে মাঝারি মাপের পণ্যবাহী গাড়িও চলবে বিদ্যুতের সাহায্যে। রাস্তার উপর দিকে থাকবে বিদ্যুৎবাহী তার, অনেকটা রেললাইনের মতো। তাতেই রেলের ইঞ্জিনের উপরে থাকা প্যান্টোগ্রাফের মতো বিশেষ যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ টেনে চলবে গাড়িগুলি। এতে একদিকে যেমন জ্বালানি বাঁচবে, তেমনই দুর্ঘটনাও কমবে জাতীয় সড়কে। যদিও পুরোটাই এখন রয়েছে আলোচনার স্তরে। তবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর আশা শীঘ্রই এই প্রকল্প দিনের আলো দেখবে।