আপাতত স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর আর্জি জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
কেজরিওয়ালকে গ্রেফতারের পর থেকেই বলা হয়েছিল, জেল থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেখানে বলা হয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রী পদে কাজ করার মর্যাদা হারিয়েছেন কেজরিওয়াল। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার বেঞ্চ বলেন, ‘ এটা প্রশাসনিক, রাজনৈতিক এবং রাষ্ট্রপতির বিচার্য বিষয়। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। মুখ্যমন্ত্রী পদে কাজ চালানোর বিষয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই।যদি কোথাও সাংবিধানিক গাফিলতি ঘটে, তা দেখার জন্য রাষ্ট্রপতি-রাজ্যপালরা আছেন। আদালত এতে হস্তক্ষেপ করবে না। এর জন্য রাজনৈতিক দলগুলি রয়েছে।’