খেলাধুলা ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়া ক্রিকেটের ব্যাটন স্টার্ক দম্পতির হাতে!

মহিলা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলছেন অ্যালিসা হিলি। তাঁর দাপুটে ৯৬ রানের সৌজন্যে রয়াল চ্যালেঞ্জার্সের মেয়েদের অনায়াসে হারাল ইউপি ওয়ারিয়র্স। তবে এদিন অল্পের জন্য মহিলা প্রিমিয়ার লিগে প্রথম শতরান হাতছাড়া করেন ইউপি ওয়ারিয়র্সের এই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার। হিলির আরেকটি পরিচয়ও আছে, তিনি অজি তারকা বোলার মিচেল স্টার্কের স্ত্রী।

ঘটনাক্রমে ব্যাঙ্গালোরের মাটিতে যখন স্মৃতিদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলছেন হিলি, তখন গুজরাটে রোহিত, কোহলিদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পুরুষ দলের সেরা বাজি স্বামী মিচেল স্টার্ক।

অতীতে একই পরিবারের দুই সদস্যকে পেশাদারী ক্রিকেটের ময়দানে একাধিকবার দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার স্টিভ ও মার্ক ওয়া অথবা ব্রেট ও শ্যেন লি ভাতৃদ্বয় থেকে জিম্বাবোয়ের ফ্লাওয়ার ভাতৃদ্বয়। আবার ভারতের পাঠান ও পাণ্ডিয়া ভাতৃদ্বয় দীর্ঘদিন সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। অতীতে পেশাদার ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্বও করতে দেখা গিয়েছে পিতা-পুত্রকেও। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সুনীল ও রোহন গাভাস্কার, লালা ও মহিন্দর অমরনাথ, দক্ষিণ আফ্রিকার পিটার ও শন পোলকের কথা। কিন্তু স্বামী স্ত্রী পেশাদার ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার নজির খুব কমই রয়েছে। তার মধ্যে অন্যতম স্টার্ক দম্পতি।

দেশের হয়ে স্টার্ক দম্পতি জিতেছে অসংখ্য ক্রিকেট বিশ্বকাপ। ২০১৩ মহিলাদের একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিলি। এছাড়াও পাঁচবার মহিলাদের টি ২০ বিশ্বকাপ জয়ী দলেরও নির্ভরযোগ্য সদস্য ৩২ বছরের অ্যালিসা হিলি। এছাড়াও ২০১৮, ২০১৯ আইসিসির সেরা মহিলা টি২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যালিসা। অপরদিকে অস্ট্রেলিয়ার পুরুষ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন হিলির স্বামী মিচেল স্টার্ক। ২০১৫ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন তিনি। সেবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ২২টি উইকেট নিয়েছিলেন এই অজি পেসার। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার খেতাব। তাই বলা বাহুল্য এখন অস্ট্রেলিয়া ক্রিকেটের ভবিষ্যত স্টার্ক দম্পতির কাঁধেই।