খেলাধুলা ব্রেকিং নিউজ

এবার সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ: সৌরভ

এবার সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে এশিয়া কাপ। একথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এশিয়া কাপ কোথায় হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের একটি বৈঠকে ঠিক হয়, এবছর শ্রীলঙ্কার পরিবর্তে এশিয়া কাপ আরব আমিরশাহিতে হবে। কারণ আমিরশাহি একমাত্র জায়গা যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। আগস্টের মাঝামাঝি ভারতের সব রাজ্যেই বর্ষাকাল। সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়। সেই কারণেই অগ্রাধিকার পায় আরব আমিরশাহি। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। চলতি বছরের অক্টোবর নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছিল, দেশের আর্থিক সঙ্কটের কারণে তাদের পক্ষে ২০২২-এর এশিয়া কাপের আসরের আয়োজন সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরই দ্রুত বিকল্প ব্যবস্থা নিল এশিয়ান ক্রিকেট বোর্ড। বর্তমানে শ্রীলঙ্কায় রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট ভয়াবহ। কিন্তু তার জন্য বাতিল হচ্ছে না এশিয়া কাপ। এহেন পরিস্থিতিতে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে।