জেলা ব্রেকিং নিউজ

সাত সকালে ভয়াবহ আগুন মেদিনীপুরে 

সোমবার সাত সকালে মেদিনীপুর শহরের ভিড়ে ভরা এলাকা কোতবাজারে রাস্তার উপরে থাকা একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগে। বাড়িতে থাকা দুই বৃদ্ধাকে কোনক্রমে স্থানীয়রা বের করে আনেন। তবে আগুনে বশীভূত হয়ে গেছে ওই বাড়ির প্রচুর সম্পত্তি। দমকলের অনুমান শর্ট-সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে।

মেদিনীপুর পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কোতবাজারে এই ঘটনাটি ঘটেছে। ব্যস্ততম রাস্তার পাশে পুরনো দোতলা বাড়ি। বাড়িতে ছিলেন দুই বৃদ্ধা। রাস্তা দিয়ে যাওয়ার লোকজন হঠাৎ দোতলা বাড়িতে জানালা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে বাড়িতে থাকা দুই বৃদ্ধাকে কোনক্রমে টেনে বের করেন। ততক্ষণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তাতেও আগুন নিয়ন্ত্রণ হচ্ছে না দেখে আরও একটি ইঞ্জিনকে ছুটে আসে ঘটনাস্থলে। প্রায় এক ঘন্টা ধরে লড়াই চালিয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় দমকল কর্মীরা। ঘটনায় প্রাণহানি না হলেও সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ।

স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ” প্রাথমিকভাবে মনে হয়েছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। দুই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্যোগ নিয়ে কোনোভাবে বের করে আনা হয়। তবে তাদের বাড়ির প্রচুর সম্পত্তি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।”