বাংলাদেশ ব্রেকিং নিউজ

শীঘ্রই চালু হবে বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

পরিবেশের যত্ন নিয়েই বাংলাদেশে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হবে।পরিদর্শনের শেষে জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র।

পরিবেশবিদদের নানান আপত্তি ছিল বাংলাদেশের রামপাল তাপবিদ্যৎ কেন্দ্র কে ঘিরে।ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে তৈরি হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র।সেই কারনে সুন্দর বনের পরিবেশের ক্ষতি হতে পারে বলে আপত্তি তুলে ছিলেন বহু পরিবেশবিদ ।রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ।তিনি জানান পরিবেশের যত্ন নিয়েই তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে দাবি নির্মাতাদের।আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগামী জুন মাসে চালু করা হতে পারে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।আর তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়ে গেলে বাংলাদেশে বিদ্যুৎ এর জোগান বৃদ্ধি পাবে বলে মত কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লি. এর মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লি. (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।

রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।