দেশ ব্রেকিং নিউজ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান শপিংমল, মৃত ৬ শ্রমিক

বৃহস্পতিবার গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান শপিং মলের ছাদের একাংশ। ঘটনাস্থলেই প্রাণ গেল মোট ৬ জন শ্রমিকের। আহত আরও ৫ জন। ঘটনাটি, পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকার।

জানাগেছে, গভীররাতে নির্মীয়মান একটি শপিং মলের ছাদের একটি অংশ হঠাত্‍ করে ভেঙে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত ও আহত শ্রমিকেরা সকলেই বিহারের বাসিন্দা।

সূত্রের খবর, কয়েকমাস ধরে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় একটি শপিং মল তৈরীর কাজ চলছিল এবং কিছুদিন ধরে শপিং মলে ঢালাইয়ের কাজ চলছিল।গতকাল গভীর রাতে এই মলের গাড়ি পার্কিংয়ের উপরের ছাদের কিছু অংশ হঠাত্‍ করে ধ্বসে পড়ে। তখন শ্রমিকরা সকলেই ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের, আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনার পর ওই শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গভীর রাতে হঠাত্‍ প্রচন্ড শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে শুরু করে উদ্ধার কার্য। পুলিশ সূত্রে জানা গেছে, মলের শ্রমিকেরা প্রত্যেকেই ছিলেন বিহারের বাসিন্দা। তবে অল্প কিছুদিন আগেই তৈরি করা ছাদ কীভাবে এমন অতর্কিতে ভেঙে পড়ল? তা নিয়ে উঠছে প্রশ্ন। শপিং মলের নির্মাণ সংস্থার বিরুদ্ধে উঠতে শুরু করেছে একের পর এক অভিযোগ। প্রশ্ন উঠতে শুরু করেছে নির্মাণসামগ্রীর গুণগতমান নিয়েও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনায় ইতিমধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।