দেশ ব্রেকিং নিউজ

কলকাতা ছাড়া কোন কোন শহরে মিলবে ৫জি পরিষেবা?

১ অক্টোবর থেকেই ভারতে যাত্রা শুরু করেছে ৫জি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে এই ৫জি-র সার্ভিস শুরু করেছে জিও ও এয়ারটেল। প্রথম ধাপে জিও মাত্র ৫টি শহরে পরিষেবা শুরু করেছিল। অন্যদিকে এয়ারটেল ৮ টি শহরে ৫জি পরিষেবা শুরু করেছিল। তবে এই মুহূর্তে কলকাতা সহ দেশের ৬টি শহরে জিও পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে শুরু হয়েছিল জিও-র ৫জি পরিষেবা। পরে জিও সংস্থা বারানসি ও নাথদ্বারায় ৫জি পরিষেবা শুরু করেছে।

১ অক্টোবর, দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। কলকাতা, মুম্বই, দিল্লি, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা।

ইতিমধ্যেই ৩টি অ্যাড-অন প্ল্যান ১৫১টাকা, ৫৫৫ টাকা ও ৬৫৯ টাকা বন্ধের পাশাপাশি ৩৩৩ টাকা, ৪৯৯ টাকা, ৫৮৩ টাকা, ৬০১ টাকা, ৭৮৩ টাকা, ৭৯৯ টাকা, ১০৬৬ টাকা, ২৯৯৯ টাকা ও ৩১১৯ টাকার প্ল্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জিও। ফলে এবার থেকে রিলায়েন্স জিও প্রিপেড গ্রাহকদের রিচার্জের সঙ্গে Disney+ Hotstar সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য ১৪৯৯ টাকা অথবা ৪১৯৯ টাকা রিচার্জ করতেই হবে।

১৪৯৯ টাকা রিচার্জে রিলায়েন্স জিও গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা পাবেন। সেইসঙ্গে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস -এরও সুযোগ পাবে। আর ৮৪ দিন ভ্যালিডিটির এই প্ল্যানের সঙ্গে Disney+ Hotstar Premium সাবস্ক্রিপশনও বিনামূল্যে ব্যবহার করা যাবে। অন্যদিকে ৪১৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন জিও গ্রাহকরা। এই প্ল্যানের সঙ্গেও আনলিমিটেড ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে মিলবে।