দেশ ব্রেকিং নিউজ

পুনে সফরে প্রধানমন্ত্রী

মঙ্গলবার একদিনের সফরে পুণে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম পর্যায়ে দাগদুশেঠ গণপতি মন্দির দর্শন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রীকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হবে। ১৯৮৩ সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট এই পুরস্কারটি চালু করে। দেশের উন্নয়নে যাঁরা উল্লেখযোগ্য অবদান রাখেন, তাঁদের প্রতি বছর পয়লা আগস্ট, লোকমান্য তিলকের প্রয়াণ দিবসে এই পুরস্কার প্রদান করা হয়।

৪১-তম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এই পুরস্কার পেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ড. শঙ্কর দয়াল শর্মা, প্রণব মুখার্জি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, ড. মনমোহন সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সফরের পরবর্তী পর্যায়জে, পুণে মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের পরিষেবাগুলির সূচনা করবেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে তিনিই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।