জেলা ব্রেকিং নিউজ

সাতসকালে বনগাঁয় শুট আউট!

সাতসকালে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল বনগাঁয়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ‌

সূত্র মারফত জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম অসিত অধিকারী। তাঁর বাড়ি বনগাঁর বকশীপল্লি এলাকায়।প্রতিদিনের মতো কালুপুরে তাঁর মাছের ভেড়িতে এদিন সকালে তিনি মাছের খাবার দিতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর এক ছেলে। রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পিঠে লাগে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা ছুটে তাকে উদ্ধার করে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা, কী কারণে অসিতকে গুলি চালাল তা অবশ্য স্পষ্ট নয়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ অসিতের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা।