মঙ্গলবার সাতসকালে পথ দুর্ঘটনার বলি হলেন এক গৃহবধূ। এদিন ছেলেকে স্কুলে দিয়ে স্বামীর মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই গৃহবধূর। গুরুতর আহত অবস্থায় স্বামী হাসপাতালে ভর্তি।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আট’টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বনগাঁর ছয়ঘরিয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন সকালেও বনগাঁর শিমুলতলা এলাকার বাসিন্দা সৌমেন পাল এবং তাঁর স্ত্রী শ্রাবণী পাল তাঁদের ছেলেকে মোটর বাইকে করে স্কুলে দিতে যান। ছয়ঘরিয়া সেন্ট জোসেফ স্কুলে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তাঁরা দু’জন বাইকে করেই বাড়ি ফিরছিলেন।
সেসময় যশোর রোড ধরে বনগাঁ শহরের দিকে ফেরার সময় পেট্রাপোলের দিক থেকে বনগাঁর দিকে আসা একটি ট্রাক ওই বাইকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান বাইকের দু’জনই। আর তারপর শ্রাবণীকে পিষে দেয় ট্রাকটি। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রাবণীর। মাথায় আঘাত পেয়ে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন স্বামী সৌমেন পাল। স্ত্রীর এই মর্মান্তিক মৃত্যু দেখে হতভম্ভ হয়ে যান সৌমেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।