জেলা ব্রেকিং নিউজ

বিরসা মুন্ডার জন্মদিনে স্কুল খোলা রেখে বিজেপির তোপে পরিচালন কমিটি

বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় ছুটি ঘোষণা না করায় তৈরি হল বিতর্কের।

জানা গেছে, এদিন সকালে দলে দলে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে ক্লাস করতে৷ স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, স্কুলের পক্ষ থেকে ছুটির কথা বলা হয়নি, তাই তারা স্কুলে এসেছে৷

খবর পেয়ে বিজেপি নেতৃত্ব ওই স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত স্কুল কমিটি আদিবাসীদের সম্মান দেয় না৷ সে কারনে স্কুল ছুটি দেওয়া হয়নি৷ তৃণমূলের এক মন্ত্রী রাষ্ট্রপতিকে অসম্মান করেছে। এবার তৃণমূল পরিচালিত স্কুলের পক্ষ থেকে বিরসা মুন্ডা কে অসম্মান করা হল৷

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তথা স্কুলের স্টাফ কাউন্সিলের সদস্য শিক্ষক দেবাশীষ বাবু বলেন, “স্কুলের ছুটির লিস্টে আজকের দিনটি রাখা হয়নি। সে কারণে আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল৷ এটা আমাদের ভুল৷ আমরা স্কুলে এসে শোনা মাত্রই ছুটি ঘোষণা করেছি৷ বিরসা মুন্ডাকে সম্মান জানিয়ে তার সম্পর্কে কিছু বক্তব্য পড়ুয়াদের সামনে তুলে ধরছি এখন৷”