রাজ্য লিড নিউজ

Mamata Banerjee: দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, নজরে আদিবাসী ভোট

এবার নজরে আদিবাসী ভোট। মঙ্গলবার অর্থাৎ আজ বীরসা মুণ্ডার জন্মদিনে উপলক্ষে দু’দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দুপুর তিনটে নাগাদ বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি এদিন বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার সম্ভাবনাও রয়েছে তাঁর৷

মঙ্গলবার রাতে ঝাড়গ্রামেই থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে সাজসাজ রব। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকেই বুথ স্তরে বৈঠকও শুরু হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর মে মাসেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন৷

সূত্রের খবর,এবার তিনি শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে যোগ দেওয়ার জন্য ঝাড়গ্রামে যাচ্ছেন৷ যদিও তাঁর এই সফরকে শুধুমাত্র প্রশাসনিক যাত্রা বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। কেননা, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তারপরই রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোট৷ ফলে সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রীর এই সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভোটের ময়দানে নিজেদের ভিত মজবুত করতে মাঠে নেমে পড়েছে শাসকদলও।