খেলাধুলা লিড নিউজ

শুধু ২০২৩ আইপিএল নয়, ওয়ান ডে বিশ্বকাপেও অনিশ্চিত ঋষভ!

বছরের শুরুতেই খারাপ খবর ক্রিকেট প্রেমীদের জন্য। আর এই খারাপ খবরটি এসেছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে। যেখানে আপাতত ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ।

বিসিসিআই-এর মেডিক্যাল টিমের ঘনিষ্ঠ সূত্রের খবর, পন্থের চিকিৎসকরা মনে করছেন ক্রিকেটারের মাঠে ফিরে আসতে কমপক্ষে ৮ থেকে ৯ মাস সময় লাগবে। এর অর্থ ২০২৩ আইপিএল ও এশিয়া কাপের পাশাপাশি একদিনের ক্রিকেট বিশ্বকাপেও এই নির্ভরযোগ্য ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার কে পাবে না দল।

বৃহস্পতিবার সকালে ডাঃ দিনশ পারদিওয়ালার (কোকিলাবেন হাসপাতালের স্পোর্টস অর্থোপেডিকস ডিরেক্টর) এর অধীনে চিকিৎসকদের একটি দল পন্থের পরীক্ষা করে। সূত্রের খবর, ফোলা কম না হওয়া পর্যন্ত এমআরআই বা সার্জারি করা যাবে না। হাসপাতালের বিশেষজ্ঞরা অনুমান করছেন পন্থের লিগামেন্ট ছিঁড়েছে। যা থেকে সম্পূর্ণ স্বাভাবিক প্রশিক্ষণের রুটিনে ফিরে আসতে কমপক্ষে ৮-৯ মাস সময় লাগবে।

একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে মাঠে ফিরতে এক বছর অবধি সময় লাগতে পারে ঋষভ পন্থের। তবে এমনটা হয় সেক্ষেত্রে পন্থ শুধু আইপিএল ২০২৩ -ই নয়, এই বছরের শেষে হতে চলা আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও খেলতে পারবেন না পন্থ।

বুধবার পন্থকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে উড়িয়ে এনেছে বিসিসিআই। কারণ দেহরদুনের যেই হাসপাতালে পন্থ চিকিৎসাধীন ছিলেন সেখানে পরিকাঠামো এধরনের চোটের জন্য যথেষ্ট নয়।

বিসিসিআই সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসকদের রিপোর্টের পর বিসিসিআই সিদ্ধান্ত নেবে পন্থকে ভারতের চিকিৎসা দেশেই হবে নাকি অস্ত্রোপচারের জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। আপাতত দিনশো পারদিওয়ালার পর্যবেক্ষণে, লিগামেন্টের চোটের উপর পন্থের চিকিৎসা চলবে।