ব্রেকিং নিউজ রাজ্য

হাতির পালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি আলু চাষে, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ চাষিদের

বিগত তিনদিনের বেশি সময় ধরে বিশাল একটি হাতির পাল রূপনারায়ণ ডিভিশনে তাণ্ডব শুরু করেছে। হাতির তাণ্ডবে তিন দিনে কয়েকশো বিঘা আলু চাষ করা জমি নষ্ট হয়েছে। তাছাড়া বাড়ি ভাঙচুর করা, গবাদি পশু মেরে ফেলা সহ একাধিক নাশকতার পরে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত চাষিরা জাতীয় সড়ক অবরোধ করলেন শনিবার সকাল থেকে। ফলে গড়বেতার ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে শুরু হয়েছে তীব্র যানজট।

শুক্রবারের পর শনিবার রাতে গড়বেতার ধাদিকা এলাকায় আলুর জমিতে ৪০টির বেশি হাতি এই তাণ্ডব চালিয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। সারা রাত ধরে সেই হাতির পালকে আলু জমি থেকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কৃষক ও হুলা পার্টির সদস্যরা। রাতভর পরিশ্রম করার পর সকালে দেখা যায় নতুন করে কয়েকশ বিঘা আলুর জমির তছনছ হয়ে গিয়েছে। হাতির পালও এলাকা ছাড়েনি। অভিযোগ, বনদপ্তরের কোন রকম ভ্রুক্ষেপ নেই এই প্রসঙ্গে। গ্রামবাসীর দাবি, কোন বনদপ্তর কোনোভাবে কৃষকদের এই বিপদ থেকে উদ্ধারের উদ্যোগ নেয়নি।

শুক্রবার রাতেও গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে হাতির হামলায় এলাকায় তিনটি গবাদি পশুর মৃত্যু হয়। আহত হয়েছে পাঁচটি পশু। মাটির বাড়ি ভেঙ্গে গেছে তাণ্ডবে। একরাতেই প্রায় দেড়শ বিঘা জমি ফসল নষ্ট করে এই হাতির পাল।

এমত পরিস্থিতিতে শনিবার সকাল থেকে ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কৃষকেরা। প্রশাসন ও বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ উগরে অবিলম্বে ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবি করে এই অবরোধ শুরু হয়। শনিবার সকাল ন’টা থেকে এই অবরোধে যানজট তৈরি হয়েছে জাতীয় সড়কে।