আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Nepal Landslide : নাগাড়ে বৃষ্টি নেপালে, ভয়াবহ ধসে মৃত ১৩

লাগাতার বৃষ্টিপাতের জেরে পাহাড়ে ধস। শনিবার আচ্ছাম জেলায় দুর্ঘটনার জেরে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও ১০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে আরও ১০ জনকে। ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্যে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি এই প্রতিবেশী দেশে গত কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চিন সীমান্তে তাপলেজং জেলাতেও একাধিক মানুষের কোনও খোঁজ নেই বলেই সূত্রের খবর। যদিও অত্যাধিক কুয়াশার জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকার্য। হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

কিছুদিন আগেই খারাপ আবহাওয়ার কারণে প্রবল ধস নেমেছিল সিকিমে। টানা বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিকিমের জাতীয় সড়ক। সিংটামের কাছে ২০ মাইলের কাছে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। ঘটনায় একাধিক গাড়ি আটকে পড়ে বিপাকে পড়েন পর্যটকরা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয় পর্যটকদের। অনেকের গাড়ি আবার ঘুরিয়ে নেওয়া হয় অন্যত্র।

আবহাওয়া দফতরের তরফে সিকিম সহ পাহাড়ি এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম, মেঘালয়, মনিপুর এবং অসমে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়। কেননা ওই এলাকা ধস প্রবণ।