ব্রেকিং নিউজ রাজ্য

জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী

ধর্মতলায় বিক্ষোভসভায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা-কর্মীরা। ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ৬৫ জন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এরমধ্যে বার কয়েক নওশাদকে আদালতে হাজির করানো হলেও জামিন পাননি তিনি। অবশেষে গ্রেফতার হওয়ার ৪০ দিন পর জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক। যদিও বুধবারই রাস্তা বন্ধ করে অবরোধের অপরাধে বিধায়ককে গ্রেফতার করে হেফাজতে রাখা হয়েছে জেনে বিস্ময় প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টও। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। বৃহস্পতিবার নওশাদের জামিন মঞ্জুর করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে খবর, বুধবার এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের কাছে প্রশ্ন রেখেছিলেন বিচারপতিরা। বুধবারই বিচারপতিরা নওশাদের ভাষণের ভিডিও দেখেন। এরপরই নওশাদ যে পুলিশকে মারধরে যুক্ত তাঁর প্রমানও চেয়েছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু নওশাদের আইনজীবী দাবি করেছেন, বৃহস্পতিবারও সেই সংক্রান্ত কোনও প্রমান আদালতে জমা দিতে পারেনি পুলিশ। ফলে বিধায়কের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এর আগে আদালতে যাওয়ার সময় নওশাদ বলেছিলেন, ‘যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না। তিনি আরও বলেছিলেন, আদালতের উপর তাঁর আস্থা রয়েছে, তিনি সুবিচার পাবেনই।