খেলাধুলা ব্রেকিং নিউজ

এফএ কাপের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড

এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন ম্যানচেস্টার ইউনাইটেডের। এভাবেও ফিরে আসা যায়। এফএ কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। সদ্য ইংলিশ লিগ কাপ জিতে মাঠে নেমেছিলেন এরিক টেন হ্যাগের ছেলেরা। এদিন রিজার্ভ বেঞ্চকে মাঠে নামিয়েছিলেন ম্যান ইউ কোচ। অপরদিকে পূর্ণ শক্তির দলকে মাঠে নামান হ্যামার কোচ ডেভিড মোয়েস।

এদিন ম্যাচের রাশ ইউনাইটেডের থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় হ্যামার্সরা। ইউনাইটেড ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে গোল করে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন সৈদ বেনরহমা। কিন্তু পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেন ব্রুনো, রাশফোর্ডরা। ম্যাচের ৭৭ মিনিটে ব্রুনোর কর্নার নিজেদের জালে জড়িয়ে দেন হ্যামার ডিফেন্ডার আগুয়ের্ড। এরপর ম্যাচের নির্ধারিত সময়ে দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে দেন ইউনাইটেডের আর্জেন্টিনীয় উইঙ্গার আলেজান্দ্রো গারনাচো। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যামারদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। এই জয়ের ফলে এফএ কাপের শেষ আটে পৌঁছে গেল রেড ডেভিলসরা। শেষ আটে ইউনাইটেডের প্রতিপক্ষ ফুলহ্যাম।