রাজ্য লিড নিউজ

বঙ্গে মোদির জোড়া কর্মসূচি, কথা বললেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া কর্মসূচি বঙ্গে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি।

অন্যদিকে বারাসতে বিজেপির মহিলা মোর্চা আয়োজিত দলের ‘নারী শক্তি সম্মান’ সমাবেশে বক্তব্য রাখেন মোদি। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতের কাছারি ময়দানে বুধবার সমাবেশের ডাক দেয় বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে সকাল হতেই বারাসতের উদ্দেশ্যে রওনা দেন সন্দেশখালির গ্রামবাসীরা‌। নতুনপাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া ও পুকুরপাড়া-সহ একাধিক গ্রাম থেকে দলবদ্ধ হয়ে মানুষজন সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে আসেন বারাসতে৷ এই সভাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসার বিষয়ে আগেই মনস্থির করে রাজ‍্য বিজেপি। আজ তাঁদের মনের কথাও শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের সভায় মোদি বলেন, “এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রাণী রাসমনির জন্ম। আর এখানে মা-বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাই কোর্ট, আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। আমি দেখতে পাচ্ছি, তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।”