দেশ লিড নিউজ

Sex Work: দেহ ব্যবসাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের

অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর আইনি স্বীকৃতি মিলল যৌনকর্মীদের। এবার দেহ ব্যবসাকে (prostitution) আর পাঁচটা সাধারণ কাজের মতো ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন পরিষেবা (Sex Work) দেওয়াটাও আইনস্বীকৃত পেশা।

সুপ্রিম কোর্ট বলেছে যে, এই দেশের প্রত্যেক নাগরিকের মতোই এখন থেকে যৌনকর্মীদেরও সম্মানজনক জীবনধারনের অধিকার রয়েছে এবং থাকবেও। আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে যৌনকর্মীদেরও। যদি কোনও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় এই পেশায় আসে এবং কাউকে পরিষেবা দেয় তাঁর বিরুদ্ধেও কোনওরকম অপরাধমূলক মামলা দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

এদিন, বিচারপতি এএস বোপান্নার বিচারপতি বি.আর. গভই, বিচারপতি এ.এস. বোপান্নার ডিভিশন বেঞ্চ বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছেন যৌনকর্মীদের জন্য। কোনও যৌনকর্মী যদি তাঁর কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হন তাহলে তিনি যদি কোনওরকম মামলা কিংবা অভিযোগ দায়ের করেন তবে তিনি আইনি সহায়তা পাবেন এবং এটা তাঁকে দিতে হবে। তবে সে ক্ষেত্রে তার পরিচয়ের গোপনীয়তা বজায় রাখতে হবে।

যৌনকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। যদি কোনও মহিলা যৌনকর্মকে পেশা হিসাবে বেছে নেন আর তাঁর যদি কোনও সন্তান থাকে তাহলে সেই সন্তানকে তাঁর থেকে আলাদা করা যাবে না। এটাও ধরে নেওয়া যাবে না যে কোনও শিশু পতিতালয়ে থাকছে মানেই তাঁকে পাচার করে আনা হয়েছে।