দেশ ব্রেকিং নিউজ

Jammu & Kashmir: রক্তাক্ত কাশ্মীর! জঙ্গি হামলায় নিহত অভিনেত্রী

কাশ্মীরের বুধগামে নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ গেল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ অভিনেত্রীকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই অভিনেত্রীকে। ঘটনায় আহত হয় তাঁর ১০ বছর বয়সী বোনপোও। ওই শিশুর হাতে গুলি লাগে। ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে ভূস্বর্গে।

কাশ্মীরে বেশ জনপ্রিয় মুখ টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। টিকটক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও বেশ সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। কিন্তু কী কারণে হঠাৎ জঙ্গিদের নিশানায় এলেন আমরিন তা এখনও জানা যায়নি।

মনে করা হচ্ছে, ইসলামিক ফতোয়া না মানার জন্যই তাঁকে টার্গেট করেছিল জঙ্গিরা। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, হামলাকারীরা লস্করের সদস্য ছিল। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জেহাদিরা দ্রুত ধরা পড়বে বলেই আশা কাশ্মীর পুলিশের।

অভিনেত্রী আমরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা কাশ্মীর। আমরিনের মৃত‍্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ওমর আবদুল্লা। আমরিনের উপরে জঙ্গি হামলার ঘটনায় তিনি বিস্মিত এবং শোকতপ্ত বলে দাবি করেছেন। তিনি লেখেন, ‘নিরীহ মহিলা এবং শিশুদের উপরে হামলার কোনো ন‍্যায‍্যতা নেই। আল্লাহ তাঁকে জন্নত প্রদান করুন।’ কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও ঘটনার তীব্র নিন্দা করেছেন।