সারারাত টানা বৃষ্টি। পাহাড়ে মাটি আলগা হয়ে দুর্ঘটনা। কালিম্পংয়ের সেবক–রংপো রুটের ভালুখোলার কাছে রেললাইনের কাজ চলাকালীন টানেলে নামল ধস। মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের, আহত ৫। এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তাঁদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গের এক বেসরকারি হাসপাতালে। বাকি তিনজন ভরতি কালিম্পং জেলা হাসপাতালে। দুর্ঘটনার পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপোর কাছে ভালুখোলায় কাজ করছিলেন ৭ জন শ্রমিক। তখনই টানেলে ধস নামে। ভূগর্ভ থেকে বেরতে পারেননি তাঁরা। ফলে মাটি চাপা পড়ে সেখানেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ৫ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ও আহত শ্রমিকরা সকলেই স্থানীয় বলে জানা গিয়েছে।
নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ। জলমগ্ন বহু এলাকা। পাহাড়ি এলাকা বিপজ্জনক হয়ে উঠছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা জানান, বৃহস্পতিবার রাতে ১০ নং টানেলে দুর্ঘটনাটি ঘটে। আপাতত কাজ বন্ধ রয়েছে। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে ঝুঁকি এড়াতে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। শুক্রবার ভোরের দিকে উত্তর–পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অসমের সোনিতপুরে কম্পনমাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। এছাড়া মেঘালয়, মনিপুরেও ২.৬ মাত্রার কম্পনে কেঁপে উঠেছে।