প্রায় ৮০০ বছর পর ২১ ডিসেম্বর বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি ও শনিগ্রহ খুব কাছাকাছি চলে আসবে। পশ্চিম আকাশে চোখ রাখলে ওই মহাজাগতিক দৃশ্য খালি চোখেই দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মোটামুটি প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এই দু’টি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। ১২২৬ সালের ৪ মার্চ বৃহস্পতি আর শনি এমন কাছাকাছি এসেছিল। আর শেষবার ১৬২৩ সালে গ্রহ দু’টি এতটা কাছাকাছি এসেছিল। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি। এত দিন পর সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। অর্থাৎ, ৮০০ বছর পরে আবার ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
তবে শুধু ২১ ডিসেম্বরের জন্য অপেক্ষা করে লাভ নেই। উৎসাহী ব্যক্তিরা তার আগে থেকেই রাতের আকাশে চোখ রাখতে পারেন। মোটামুটি ১৫ ডিসেম্বর থেকে সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দু’টি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবথেকে কাছে আসবে এই দু’টি গ্রহ। এই মহাজাগতিক দৃশ্য মোটামুটি গোটা উপমহাদেশ থেকেই দেখা যাবে।